দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আসন্ন নির্বাচনে সম্মিলিত প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে মুন্সিপাড়া জামে মসজিদ সংলগ্ন নতুন নির্র্বাচনী কার্যালয়ে। ১৫ ফেব্রুয়ারী বুধবার বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক দিনাজপুর চেম্বারের সভাপতি নূরুল মঈন মিনুর সভাপতিত্বে সম্মিলিত প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের প্যানেলর নাম ঘোষনা ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্যানেলে মোঃ নূরুল মঈন মিনু, বিশ^নাথ আগারওয়ালা, মোঃ রফিকুল ইসলাম সোনা, সহিদুর রহমান পাটয়ারী মোহন, আলহাজ¦ মোঃ রেজাউল করিম, মানবেন্দ্র দাস মনোজ, মুরাদ আহম্মেদ, তায়েফ বিন শরীফ, মোঃ মঞ্জুর মোর্শেদ সুমন, জহির শাহ্, মোঃ মাহামুদুর রহমান মাসুম, বেগম সুলতানা রাজিয়া জুঁই, মোঃ রুবেল ইসলাম, মোঃ আরসাদ আলী খান, মোঃ শামীম শেখ, মোঃ মোজাফ্ফর আলী মিলন, ইসলাম উদ্দীন আহম্মেদ, মোঃ মামুনুর রশিদ। মুক্ত আলোচনা করেন সাবেক কাউন্সিলার জিয়াউর রহমান নওশাদ, সত্য ঘোষ ও এ্যাড: সারওয়ার আহম্মেদ বাবু। নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে গত ১০বছর যাবৎ শুধুমাত্র চেয়ার বদলের সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। চেম্বারের সকল কর্মকান্ড স্থবির ও একটি গোষ্ঠী কেন্দ্রীক হওয়ায় সকল স্তরের ব্যবসায়ীগন তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে চেম্বারের কোনে প্রকার ভূমিকা লক্ষ করা যায়নি বা যুব সমাজ বা ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করার বিষয় কোনো প্রকার উদ্যেগ গ্রহন করে নাই। তাই আমাদের অঙ্গিকার ব্যবসায়ীদের সার্থ রক্ষায় যে কোনো প্রকার হয়রানী বন্ধ, চেম্বারকে গতিশীল, করোনাকালীন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রনোদনা, ফ্রি ইন্টারনেট সেবা প্রদান, যানজটমুক্ত শহর করতে আমরা চেষ্টা করবো। এছাড়া প্রতি উপজেলা হতে একজন করে প্রতিনিধি কমিটিতে সম্পৃক্ত করা হবে। শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি হয়।