শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

‘তদন্তকালে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবে না অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

ইবি ছাত্রীকে নির্যাতন
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে এক নবীন ছাত্রীকে রাতভর র‌্যাগিং ও নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে পৃথক তিনটি তদন্ত কমিটি করেছে ইবি প্রশাসন, দেশরতœ শেখ হাসিনা হল ও শাখা ছাত্রলীগ। তদন্ত প্রক্রিয়া চলাকালীন ছাত্রলীগের কোন সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবে না অভিযুক্ত ওই ছাত্রলীগ নেত্রী।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছি। কমিটিকে পাঁচদিন সময় দেওয়া হয়েছে। আমাদের তদন্ত প্রক্রিয়া চলাকালীন ওই ছাত্রলীগ নেত্রী কোন সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবে না। তিনি আরও বলেন, তদন্তে ওই ছাত্রী দোষী সাব্যস্ত হলে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবো। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো। প্রসঙ্গত, দেশরতœ শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। এই ঘটনায় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাচ্ছুমসহ আরও ৭/৮ জন জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com