‘জীবন মানে যুদ্ধ। ব্যক্তি জীবনে ১০০ সিনেমা পার করেছি, তারপরও আমাকে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধের বিপরীতে কেউ যেতে পারে না। আমাদের বাংলাদেশটা যুদ্ধের মাধ্যমেই পেয়েছি। সুতরাং যাদের জীবনে যত যুদ্ধ আসবে, তাদের মনে রাখতে হবে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন; এজন্য পেছন থেকে আক্রমণ আসছে। কখনো বিচলিত হবেন না। সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন আপন গতিতে।’ টপ আয়োজিত ঈদ ও বাসন্তী মেলা উপলক্ষে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় হাজির হয়ে এভাবেই কথাগুলো বলেন রুপালি পর্দার প্রিয় মুখ অপু বিশ্বাস। উদ্যোক্তাদের নিজস্ব নকশার পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরতে এবং নিজেদের প্রতিষ্ঠানের পরিচিত বাড়াতে আয়োজন করা হয়েছে টপ ঈদ ও বাসন্তী মেলা। তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় যান রুপালি পর্দার এই চিত্রনায়িকা। মেলায় সাজিয়ে রাখা নিত্যনতুন পণ্য ঘুরে দেখেন তিনি। দুই দিনব্যাপী এই মেলায় অংশ নেন তরুণ সব উদ্যোক্তারা। এ মেলার আয়োজন করেছেন লিওয়ানা আনোয়ার।
দেশের নারীরা এগিয়ে যাচ্ছেন তা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘সব ধরনের প্রতিকূলতা পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে। যখনই দেখবেন ভেঙে পড়ছেন তখনই আপনার সাকসেস শুরু। এখন দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই সব বাধা পেরিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।’ অপু বিশ্বাস অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। চলতি বছরই ধারাবাহিকভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন এই ঢালিউড কুইন।
মেলায় উপস্থিত সকল উদ্যোক্তা ও ক্রেতাদের ‘লাল শাড়ি’ সিনেমা দেখার আহ্বান জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার অনুদানের মাধ্যমে প্রযোজনায় নাম লেখিয়েছি। আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবাইকে পরিবার নিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে। আমার প্রথম প্রযোজনাটি আপনাদের নিরাশ করবে না।’ এসময় অপু বিশ্বাসের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল উপস্থাপক বারিশা হক।