সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

সম্মেলনে যোগ দিতে আইভরিকোস্টে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পাঁচদিনের আর্ন্তজাতিক সম্মেলনে আইভরিকোস্ট গেছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং বাংলাদেশ পৌরসভা সমিতির প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ। বাংলাদেশ পৌরসভা সমিতির(ম্যাব) এর প্রতিনিধিত্ব করছেন তিনি। সরকারী এই সফরে তার সফরসঙ্গি হিসেবে রয়েছেন ম্যাব এর সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ। ১৯ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত আইভরিকোস্টের আবিদজান শহরের সোফিটেল হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গতরাত একটার দিকে এমিরেটস বিমান যোগে আইভরিকোস্ট এর উদ্দেশ্যে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করেন ম্যাব এর এই দুই নেতা। বাংলাদেশ পৌরসভা সমিতির প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ সবার দোয়া চেয়ে বলেন, নীলফামারী শহরকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে আর্ন্তজাতিক এই সম্মেলন গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। কারন হিসেবে তিনি বলেন, মানব বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপুর্ন অংশ নাগরিক সেবার ক্ষেত্রে। সম্মেলন থেকে আহোরিত জ্ঞান কাজে লাগানোর চেষ্টা করবো এবং দেশের পৌরসভাগুলোতে বাস্তবায়নের চেষ্টা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com