ভূমিহীনদের বন্দোবস্ত জমিতে বনবিভাগের হয়রানীর প্রতিবাদে ঢাকা কিশোরগজ্ঞ সড়কের কাপাসিয়া চকবড়হর এলাকায় শুকবার সকালে দুই শতাধিক প্রান্তীক জনগোষ্ঠী বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা জানায়, শত বছর ধরে বাড়ী ঘর নির্মাণ, গাছপালা রোপন, কৃষি জমিতে চাষাবাদ করে আসছি। ভোগদখলীয় জমিতে বনবিভাগের লোকজন প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে বাধা দেয়। মামলা মোকদ্দমার ভয়ভীতি দেখায়। লোকেরা বিরক্ত করে। গাছ কাটলে, ফসল করলে বাধা দেয়। খালি টাকা চায়। ২ টাকার কাজ করলে ৫ টাকা নেয়। কেমনে বসত করবো। বিক্ষোভকারী আয়েশা, তামজিনা রতœা বলেন, বাড়িতে টাকার জন্য আইসা বইসা থাকে। গার্ডরা টাকার জন্য অত্যাচার করে। রতœা বলেন, আমি ঘর করার সময় টাকা দিছি। মোস্তফা বলেন, ২০ হাজার টাকা দিলে ঘর করা যায়। টাকা না দিলে ঘর হয়না। কবর করতে দেয়না, লাশ নিয়ে দাড়িয়ে থাকতে হয়। আমান উল্লাহ বলেন, টয়লেটের টাংকী করতে টাকা লাগে। গার্ড পাঠাইয়া দেয়। মামলার হুমকি দেয়। খালেদা সরকার স্বপ্না বলেন,আমার স্বামী মারা গেছে। আমাকে ঘর করতে দেয়নাই। রড কিনেছি, কে বা কাহারা রড নিয়ে গেছে। এ ব্যাপারে বিট অফিসার মনির হোসেন বলেন, আমরা হয়রানি করি নাই। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, বহু বছর আগে থেকে ওই এলাকার মানুষ এসব জমি ভোগ দখল করে আসছে। সাধারণ প্রান্তীক গরীব মেহনতি মানুষকে কোনো ভাবেই হয়রানী করা যাবেনা। আমি জেলা সমন্বয় কমিটি সভায় এ বিষয়ে আলোচনা করবো।