সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক

এস এম এ রউফ (কয়রা) খুলনা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গনঅভ্যুথানের ঘটনার প্রবাহের আলোকে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এম ওলিউল্লাহর সভাপতিত্বে ও অধ্যাপক কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোল্যা আবু বকর সিদ্দিক, সাবেক অধ্যাপক আবম আব্দুল মালেক,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম শরিফুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শিক্ষক আব্দুর রউফ, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান (মনু)কয়রা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী আসমাতুল্লাহ আল গালিব,কয়রা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন টিটু,সাব্বির হোসেন, শিক্ষার্থী ফারিয়া সুলতানা,শিহাব হোসেন প্রমুখ। আলোচনা শেষে শহীদ ও আহতদের স্মরণে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ এবং কবিতা পাঠকরেন কবি ও সাহিত্যিক অধ্যাপক আবম আব্দুল মালেক এবং কবি আব্দুর রাজ্জাক মদিনাবাদী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com