বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় কাতারের আমিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পত্র দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পত্রটি নিয়ে ঢাকায় নিযুক্ত কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। গতকাল রোববার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদল কাতার দূতাবাসে গিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে পত্রটি হস্তান্তর করেন। এ সময় কাতার দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ: ঢাকায় নিযুক্ত কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। গতকাল রোববার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে গিয়ে কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় কাতার দূতাবাস কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।