সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

মুকসুদপুরে গোলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ও ৩নং গোলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খালিদুজ্জামান মুন্সী মুকসুদপুর
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

গোপালগঞ্জের মুকসুদপুরে গোলাবড়ীয়া উচ্চ বিদ্যালয় ও ৩নং গোলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যাপক (ডা.) এম,এম মঈনউদ্দীন আহন্মেদ সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও সাবেক অধ্যক্ষ, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ। গোলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক এম,এম, মহিউদ্দীন আহন্মেদ মুক্ত মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ আলী মোল্লা, সরকারি এস,জে মডেল উচ্চ বিদযালয়ের প্রধান শিক্ষক বাবু সুনিল চন্দ্র মন্ডল, অধ্যক্ষ খ,ম, শাহাদৎ হোসেন মিজান শেখ ফজিলাতুন নেছা মডেল কমিল মাদ্রাসা, গোলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ আরিফ মোল্লা,মাওলনা ওহিদুজ্জামান সুপার লোহাচূড়া দারুল উলুম মাদ্রাসা ৩নং গোলাবাড়ীয়া সরকারি প্রথমিক বিদ্যলয়ের ভারপ্রাপ্ত, প্রধাণ শিক্ষক রতœা কীর্ত্তনীয়া, মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাহেব আলি শেখ, ৯নং ওয়ার্ড কমিশনার নূর আছাদ মৃধা, পঞ্চায়েত সভাপতি মুন্সী তৈয়াবুর রহমান, লিটন মুন্সী, ৩নং গোলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুন্সী ইনায়েত হোসেন, মোঃ নওসের আলী এছাড়া উভয় বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা মোড়গ লড়াই, অন্ধের হাঁড়িভাঙ্গা ও যেমন খুশি তেমন সাজো বল বদল উপস্থিত অতিথি ও দর্শকদেরকে দারুণ ভাবে আনন্দ দিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com