ফরিদপুরের নগরকান্দায় তিনটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিজ নিজ মাঠে বিদ্যালয়গুলোর বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করা হয়। উপজেলার কাইচাইল মডেল হাইস্কুল, কাইচাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং জয়বাংলা শিশু প্রাথমিক পাঠদান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পুর্ন হয়েছে। কাইচাইল মডেল হাই স্কুলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু বিধান চন্দ্র বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন ঠান্ডুর সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কাজী শাহজামান বাবুল, কাইচাইল সরকারী প্রাথমিক বিদয়ালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল আলমসহ অন্যান্ন অতিথিবৃন্দ। অন্যদিকে জয়বাংলা শিশু প্রাথমিক পাঠদান স্কুলের সভাপতি মোঃ শাহজাহান মোল্যার সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাচান বাকীর সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, জেলা পরিষদের সদস্য আঞ্জুমনোয়ারা বেগম, সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিক, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, ইউপি সদস্য বাদল হোসেন, মাহিনুর আক্তার নীপা, শিক্ষক বৃন্দ ও অভিভাবক বৃন্দসহঅন্যান্ন অতিথি বৃন্দ। বিকালে অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন শাহিন রাজা ও এইচ এম জুয়েল। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা অন্ধের হাঁড়ি ভাঙ্গা, মোড়গ লড়াই ও যেমন খুশি তেমন সাজো উপস্থিত অতিথি ও দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে।