বলিউডের গুণী অভিনেতাদের একজন নাসিরুদ্দিন শাহ। অভিনয়ের পাশাপাশি ভারতের সমাজ-রাজনীতি নিয়ে তার অনেক মন্তব্য তর্ক-বিতর্কের ঝড় তোলে। ভারতে গত কয়েক বছরে মুসলিম-বিদ্বেষের উত্থান নিয়ে সরব ছিলেন তিনি। সম্প্রতি আবারো এ বিষয়ে শক্ত মন্তব্য করলেন।
সামনে মুক্তি পেতে চলেছে নাসিরুদ্দিন শাহ অভিনীত ওয়েব সিরিজ ‘তাজ–ডিভাইডেড বাই ব্লাড’। জি ফাইভের এ সিরিজে মোগল সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজ মুক্তির আগে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতে মোগলদের নিয়ে ছড়ানো বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, ‘মোগলরা যদি এতই শয়তানের মতো কাজ করে থাকে, তাহলে তাদের তৈরি লালকেল্লা, তাজমহল ভেঙে ফেলুন’। উল্লেখ্য, কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে মোগল স্থাপনা ও বিভিন্ন স্থানের নাম পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে চলছে মোগলদের ভিনদেশী, আক্রমণকারী হিসেবে উপস্থাপনের। এসব কর্মকা-ই মোগল ইতিহাস নিয়ে মন্তব্য করতে উসকে দিয়েছে নাসিরুদ্দিন শাহকে।
তিনি জানান, ইদানীং বেশির ভাগ সময়ই ভারতের ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। অনেকদিন ধরেই এ প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। ভারতীয় ইতিহাসে মোগলদের খলনায়ক হিসেবে দেখানো হচ্ছে। নাসিরুদ্দিন শাহ বলেন, ‘আমার অবাক লাগে, ব্যাপারটা একদম হাস্যকর যে মানুষ আকবর ও হত্যাকারী নাদির শাহ কিংবা তৈমুরের ফারাক বোঝে না। ওরা ভারতকে লুট করতে এসেছিল, কিন্তু মোগলরা তো তা করেনি। তারা ভারতে এসে নিজেদের ঘর তুলেছে। আর তাদের যা অবদান সেটা আপনি অস্বীকার করতে পারবেন?’ ভারতে ইতিহাস চেতনার অভাব বাড়ছে বলে মনে করেন নাসিরুদ্দিন। শ্লেষাত্মক সুরে বলেন, ‘যদি মোগলদের সবই খারাপ হয়ে থাকে, তাহলে তাজমহল, লাল কেল্লা সব ভেঙে দিন। আমরা কেন লালকেল্লাকে পবিত্র বলি? সেটা তো মোগলদের তৈরি।’
এই প্রথম নয়, এর আগেও মোগলদের কীর্তি নিয়ে কথা বলেছেন নাসিরুদ্দিন শাহ। বছর দেড়েক আগে তিনি বলেছিলেন, ‘মোগলরা সেই মানুষ যাদের অবদান অনস্বীকার্য ভারতের উন্নয়নে। মোগলরাই ভারতের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রসিদ্ধ স্থাপত্যগুলো গড়ে তুলেছে। নাচ, গান, আঁকা, সাহিত্য সব ক্ষেত্রে মোঘলদের অবদান রয়েছে। এ দেশকে তারা নিজেদের মাতৃভূমি হিসেবে গড়ে তুলেছে।
‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে নাসিরুদ্দিন শাহ ছাড়াও শাহজাদা সেলিমের চরিত্রে রয়েছেন আসিম গুলাটি, তাহা শাহ রয়েছেন শেহজাদা মুরাদের ভূমিকায়। অদিতি রাও হায়দারিকে দেখা যাবে আনারকলি হিসেবে, ধর্মেন্দ্র থাকছেন সেলিম চিস্তির ভূমিকায়। জি-ফাইভে গতকাল ৩ মার্চ মুক্তি পেয়েছে এ সিরিজ।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস