ফরিদপুরের নগরকান্দায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিজ নিজ মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করা হয়। উপজেলার চাঁদহাটবাজার উচ্চ বিদ্যালয়,এম এ শাকুর মহিলা কলেজ, মনোহরপুর দাখিল মাদ্রাসা, মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, এবং আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনোহরপুর দাখিল মাদ্রাসা মাঠে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। ডক্টর মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, এমএ শাকুর মহিলা কলেজের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইদ্রিস শাকুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ। এম এ শাকুর মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া দত্ত, মনোহরপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ রেজাউল করিম, মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পলাশ খান, আওয়ামীলীগ নেতা কবির মুন্সী, এম এ শাকুর মহিলা কলেজের সিনিয়র শিক্ষক ফরহাদ খানসহ শিক্ষক বৃন্দ ও অভিভাবক বৃন্দসহ অন্যান্ন অতিথি বৃন্দ। চাঁদহাটবাজার উচ্চ বিদ্যালয়ে আরিফুর রহমান তালুকদার পথিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়ার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সার্বিক ব্যাবস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, কামরুন্নাহার রিটা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, হাবিবুর রহমান লাবলু, শাহিনুজ্জামান শাহীন, প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, কাউন্সিলর বৃন্দ, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাংবাদিক বৃন্দ, সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল, আব্দুস সোবহান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ইউপি সদস্য বৃন্দ, চরযশোরদী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুবলীগ নেতা সাইফুজ্জামান বিপ্লব, বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী। অন্যদিকে নগরকান্দা সদরে অবস্থিত আইডিয়াল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। স্কুলের পরিচালক এস এম তারেক আব্দুল্যার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, সিনিয়র সাংবাদিক শওকত আলী শরীফসহ অন্যান্ন অতিথি বৃন্দ। বিকালে অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা অন্ধের হাঁড়ি ভাঙ্গা, মোড়গ লড়াই ও যেমন খুশি তেমন সাজো উপস্থিত অতিথি ও দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে।