স্ত্রীকে হত্যার পর দীর্ঘ ২১ বছর ছদ্মবেশে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন। এর মধ্যে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদ- দেন আদালত। কিন্তু পালিয়েও শেষ রক্ষা হয়নি তাঁর। অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন তিনি। মৃত্যুদ- পাওয়া ওই পলাতক আসামির নাম অলী উদ্দিন ওরফে বাঘা(৪৩)। তিনি বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গত শুক্রবার বিকেলে র্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গ্রেপ্তার অলী বরিশালের হিজলার বাসিন্দা হলেও ভোলা সদর উপজেলার কন্দ্রকপুরসহ বিভিন্ন জায়গায় ছদ্মবেশে নানা নাম নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৯ মার্চ অলী উদ্দিনের সঙ্গে হেলেনা ওরফে রোকেয়া বেগম নামের এক নারীর বিয়ে হয়। বিয়ের ছয়-সাত মাস পর পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেন তিনি। এ ঘটনায় ২০০২ সালে নিহত হেলেনার বাবা বাদী হয়ে হিজলা থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে অলী উদ্দিন পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতে হত্যা মামলায় আদালত তাঁকে মৃত্যুদ-ের আদেশ দেন। রায় ঘোষণার পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সম্প্রতি র্যাব-৮ আসামি অলী উদ্দিনকে ধরতে ছায়া তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে তাঁকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কন্দ্রকপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে বরিশালের হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।