সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

ক্যালিগ্রাফি প্রদর্শনী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলছে

দেড় শতাধিক শিল্পীর আড়াইশো শিল্পকর্ম দিয়ে শুরু হয়েছে ৩য় ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ভবনে ৩ মার্চ শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতি ছিলেন শিল্পী মাহবুব মুর্শিদ। প্রদর্শনী চলবে ৭ মার্চ পর্যন্ত। প্রদর্শনী আয়োজন করেছে এম এম ফাউন্ডেশন ও শিল্পযোগ। প্রদর্শনীতে অতিথি শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন শিল্পী আরিফুর রহমান, ইব্রাহীম ম-ল, মাহবুব মুর্শিদ, আমিনুল ইসলাম আমিন, আব্দুর রহিম এবং হা মীম কেফায়েত। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- শিল্পী উসামা হক, ফয়েজ আহমদ, তাজরীন মল্লিক, সাদিয়া তাহসিন, ইশরাত জাহান আফিফা, সুমাইয়া বিনতে হাসান, আবদুল্লাহ আল নোমান, সাইদুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মাশকুরা ইয়াসলা, শরীফ নাসরুল্লাহ, হোমায়রা সালসাবিল সায়মা, কানিজ ফাতেমা, শহীদুল ইসলাম, মুসতাকিমুর রহমান, জাহিদুল ইসলাম, তানভীর সিদ্দিকী, কামরুজ্জামান, আহসান উল্লাহ, জোবায়ের আল মামুন, আফরাহ জাহানারা দীন, হোমায়রা তাবাসসুম, জান্নাতুল মাওয়া শাওন, সৈয়দ কাওসার, মোহাম্মদ হোসেন, তানিম আরাফাত, আবদুল আলীম শিকদার, রায়হানুল ইসলাম, হিফজুল করীম, ন?ওশীন আজিজ, খালেদা সুমী, খান শাহরিয়ার, সুমাইয়া সারা, উম্মে হানি হাফসা, তাসমিয়া ইসলাম, ইসমাইল হোসেন, ফাহিম আক্তার, আব্দুর রহিম, তামিম দারি, সুবর্ণা আক্তার, শামসুল কবির, অদ্রি আফরোজ, সাবরিনা আক্তার নিজামী, ফুয়াদ আল ফাহিম, সুমাইয়া খানম, সাকিব আহমদ, মিজানুর রহমান, তাবাসসুম বিনতে মোহাম্মদুল্লাহ, নুসরাত জাহান, মাহমুদা নাইম, ইব্রাহীম তাহির, আব্দুর রহমান, মোহাম্মদ হক, সিলাতুল্লাহ, মোহাম্মদ রিজ?ওয়ান, আমেনা, মরিয়ম আক্তার, সুমাইয়া ইভা, আরিফুল ইসলাম, আমজাদ, সালমা, সাবিকুন নাহার সাবরিনা, ফারজানা সুমী, তানজিনা আক্তার, জে. আহমদ, শারমিন রুপা, নুসাইবা মাইমুনা, মোল্লা হানিফ, উসাইদ মুহাম্মদ, সিরাজুম মুনিরা, সাফফানা আল কাজী, মুনতাসির হক মুন, রসিফ হক, শরীফ আহমেদ, সাজু তাওহীদ, আহসান হাবীব রাফি, আনাস খান, ইউসরা হোসেইন, মেহজাবিন সুলতানা মম, হারুনুর রশিদ রাফাত, মোহাম্মদুল্লাহ, ফারহানা কবির, রিয়াজউদ্দিন, সফিউর রহমান, মেহেদী হাসান, রাকিবা সুলতানা সিনথিয়া, রকিবুল ইসলাম, সাকিব আল হাসান, সাবিহা বুশরা, জোবায়ের আহমেদ, মুস্তাকীম নাইম, হুসাইন জামিল, দীন ইসলাম লিটন , মহিউদ্দিন সুপ্রিয়, রাহাতুন্নিসা নুসাইবা, মাহমুদুল হাসান, নাসরুল্লাহ মাহদী, মরিয়ম স্বর্ণা, সৈয়দা নাজমুন নাহার, হাবিবুর রহমান প্রমুখ। আশাকরি দৃষ্টি নন্দন শিল্পের সমাহার দর্শককে আনন্দ দিবে এবং প্রদর্শনী সফল হবে ইনশাল্লাহ ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com