সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

মহাদেবপুরে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

সোহেল রানা (মহাদেবপুর) নওগাঁ :
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

নওগাঁর মহাদেবপুর উপজেলার চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাদের সাথে অশালিন আচরণ, যৌন নির্যাতন, যৌন উত্তেজক কথা বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কু-রুচিপূর্ণ বার্তা লেখা এবং জৈষ্ঠ্য শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদে প্রধান শিক্ষক আলতাব হোসেনের অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- নবীর উদ্দিন, রবিউল আওয়াল, রাসেল উদ্দিন, শহিদুল ইসলাম, হামিদুর রহমান, এমদাদুল হক, আব্দুস সাত্তার প্রমুখ। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক আলতাব হোসেন জানান, অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাকে ফাসানোর জন্য অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি। মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্বক বিধি অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com