প্রতিশ্রুতি অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত ৭৮ জন শীক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরালেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রংধনু মডেল স্কুল কর্তৃপক্ষ। জানাগেছে, পৌর শহরের দ্বারিয়াপুরে অবস্থিত রংধনু মডেল স্কুল থেকে ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণির ৭৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্তির তালিকায় রংধনু মডেল স্কুল শীর্ষবস্থানে রয়েছে। এবারে যারা বৃত্তি পেয়েছে সেই সব বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সোমবার ৪ জন করে পর্যায়ক্রমে হেলিকপ্টারে ৭৮ জন বৃত্তিপ্রাপ্তকেই ঘুরানো হয়। শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজনে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শাহ আজম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, শিক্ষার্থী, অভিভাবক সহ আরো অনেকে। ৭৮ জন বৃত্তিপ্রাপ্তকে হেলিকপ্টারে ভ্রমন করানোর ঘটনা দেখার জন্য কৌতুহলী মানুষের ভীড় জমে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।