বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৭৯তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় গত তিন মাসে ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায়, নতুন হিসাব খোলা ও নতুন আমানত সংগ্রহসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও কোম্পানী সচিব অলি কামাল, এফসিএস সভায় উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এর
মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এর মধ্যে ২৬ নভেম্বর ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম ও সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী বোরহান আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ প্রবাহ এবং দেশের আমদানী বিকল্প খাদ্যে স্বয়ংস¤পূর্ণ হবার লক্ষ্যে এগ্রিটেক প্রতিষ্ঠান সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে উক্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আবদুর রহিম-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকিং সেবাখাতে উৎকর্ষের ২৫ বছর উদযাপন করল ব্যাংক এশিয়া
আজ (২৬ নভেম্বর, ২০২৪) নিজেদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক- ব্যাংক এশিয়া। এ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান ও এএনএম মাহফুজ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, এস. এম. ইকবাল হোছাইন, আলমগীর হোসেন, মুহাম্মদ মোস্তফা হাইকাল হাশমী, এস এম আনিসুজ্জামান, আরেকুল আরেফিন ও মীর্জা আজহার আহমেদ। এছাড়াও, অনুষ্ঠানে ব্যাংকটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান আর্থিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নিজেদের যাত্রালগ্ন থেকেই ব্যাংক এশিয়া গ্রাহকদের জন্য নতুন নতুন ব্যাংকিং সেবার দ্বার উম্মোচন করে চলেছে, অগ্রণী ভূমিকা রাখছে দেশের অর্থনৈতিক দিগন্ত উন্মোচনে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের ব্যাংকিং সেবার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০১৪ সালে ব্যাংক এশিয়ার হাত ধরেই দেশে প্রথম এজেন্ট ব্যাংকিং যাত্রা শুরু করে, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত, দুর্গম জনপদের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে। এ উদ্যোগ গ্রহণ করে আর্থিক অর্ন্তভুক্তির মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ব্যাংক এশিয়ার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন। বক্তব্যে তিনি দেশের ব্যাংকিং খাতে ব্যাংক এশিয়ার অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “ব্যাংক এশিয়া গত ২৫ বছরের পথচলায় ব্যাংকিং সেবায় নতুন নতুন মাত্রা যোগ করে চলেছে। কৃষি ও এসএমই ঋণ সহজীকরণ, সরকারের সামাজিক সুরক্ষা ভাতা প্রদান দ্রুতকরণ, ইসলামিক ব্যাংকিং সেবায় আইএসআর (ইনকাম শেয়ারিং রেশিও) মডেল প্রবর্তন, পেয়োনিয়ার পেমেন্ট গেটওয়ে সার্ভিস চালু, এজেন্ট ব্যাংকিং প্রবর্তন, মাইক্রো-মার্চেন্ট সেবা প্রবর্তন, ভয়েস ব্যাংকিং সেবা চালু, কভিট পরবর্তী জীবনযাত্রার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকিং সেবায় পরিবর্তন আনয়ন সহ ব্যাংকিং সেবায় নব নব দ্বার উন্মোচন করেছে।”
দেশের ব্যাংকিং খাত ও মানুষের অর্থনৈতিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংক এশিয়া। যাত্রার শুরু থেকেই ব্যাংকটি বহুমুখী করপোরেট সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল: গ্রামাঞ্চলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তি প্রদান, সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের জন্মান্ধ শিশুদের বিনামূল্যে চক্ষু অপারেশন ও ব্যাংক এশিয়া-মা আমিরান হাসপাতাল নির্মাণ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করে দক্ষ উপায়ে কার্যক্রম পরিচালনা ও যুগোপযোগী সেবা প্রদানের মাধ্যমে স্বল্প সময়ে ব্যাংক এশিয়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে প্রথম সারিতে স্থান করে নেয়। করপোরেট ব্যাংকিং দিয়ে যাত্রা শুরু করা ব্যাংক এশিয়ার বর্তমানে ১৩৫টি শাখা, ১৫টি ইসলামিক উইন্ডো, ৫ হাজারের এর বেশি এজেন্ট আউটলেট, ৫০ হাজারের বেশি মাইক্রো-মার্চেন্ট রয়েছে। যার মাধ্যমে ব্যাংকটি মানুষের দোরগোড়ায় স্বাচ্ছন্দ্যে সকল প্রকার ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। এছাড়াও, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের ১২টি শাখা এবং লন্ডন ও আমেরিকায় ব্যাংকের দু’টি এক্সচেঞ্জ হাউজ রয়েছে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে পিরোজপুরে আহত ও শহীদদের স্মরণসভা
ইমাম হোসেন মাসুদ পিরোজপুর
সালের জুলাই-আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুথানে পিরোজপুরের আহত ও শহীদদের স্বরনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণঅভ্যূত্থানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সেনাবাহিনীর মেজর কাজী জাহিদুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসাইন ফরিদ, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম মাসুদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, শহীদ পরিবারের সদস্য শহীদ মামুন খন্দকারের ভাই মাহমুদুল হাসান, শহীদ হাফিজুলের পিতা আবু বকর সিকদার, শহীদ এমাদুলের মা হাসিনা বেগম, আহত শিক্ষার্থী জোবায়ের সাবাব, মো. সিয়াম, মিনাহাজুল আবেদীন মুহিত, সাকিল ইসলাম, জাহিদুল ইসলাম, এস এম মাহথির প্রমুখ। স্মরণসভার শুরুতে গণঅভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। ২০২৪ সালের জুলাই-আগষ্টের গণঅভ্যুধানে পিরোজপুর জেলার ৬০ জন আহত ও ৫ জন নিহত হয়। স্মরন সভায় এসময় উপস্থিত ছিলেন আন্দোলনে পিরোজপুর জেলায় আহত ও নিহত পরিবারের সদস্যরা। এসময় নিহতদের বাবা ও মা কেঁদে কেঁদে তাদের ছেলে ও স্বজনদের সেই বিভিষীকা দিনের বণর্ণা তুলে ধরেন। তারা ফ্যসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন এবং দেশে আর যেন কোন ফ্যসিস্ট সরকারের আবির্ভাব না ঘটে সে জন্যে সকলকে ঐক্যের ডাক দেন। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করলেন
দৈনিক খবরপত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান বিন মুজাহির
খবরপত্র প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খবরপত্র পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) ভবিষ্যতে জানমালের নিরাপত্তা চেয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগে গণমাধ্যমকর্মী এহসান বিন মুজাহির উল্লেখ করেন, ২৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় নিউজ সংগ্রহের কাজে তিনি নিজের মোটরসাইকেল যোগে শহরে কালিঘাট রোড থেকে ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে যাবার পথে অজ্ঞাতনামা এক যুবক মৌলভীবাজার-হ-১৩-৬৯০৯ নম্বর প্লেইটযুক্ত মোটরসাইকেল নিয়ে তাকে পেছন দিক থেকে তাড়া করে প্রাণনাশের হুমকি এবং ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের রাস্তায় তার উপর হামলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এ অবস্থায় ওই অজ্ঞাত দুর্বৃত্ত তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে কালিঘাট চা বাগানের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এহসান বিন মুজাহির চরম আতঙ্কগ্রস্ত হয়ে জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান। সাংবাদিক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) প্রতিবেদককে মুঠোফোনে বলেন, গতকাল নিউজ সংগ্রহকালে কালিঘাট চা-বাগান এলাকায় অজ্ঞাত এক দুর্বৃত্তের হামলা চেষ্টায় আমি জীবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। কারণ বাসা থেকে প্রতিনিয়ত আমার কর্মস্থল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আসা-যাওয়া করতে হয়। আবার গণমাধ্যমের কর্মরত থাকার কারণেও জেলার বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহের জন্য যেতে হয়। যেকোনো স্থানে যাতায়াতের পথে সময়-সুযোগমতো একা পেলে দুর্বৃত্তরা আক্রমণ করে মারপিট ও খুন-জখম করতে পারে বলেও আশঙ্কা করছি। তাই জানমালের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দায়ের করি। লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগে উল্লেখিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার নামে তা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজার থেকে আবেদন করে বের করে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এর আগে ২০২৩ সালের ২৫ আগস্ট রাতে এহসান বিন মুজাহিরের মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ বাসার মূল গেইটে বাইরে থেকে কে বা কারা তালা মেরে চলে যায়। এ অবস্থায় তার পুরো পরিবার বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে তিনি শহর থেকে বাসায় গিয়ে হাতুড়ি দিয়ে তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করেন। এ ঘটনায় এহসান বিন মুজাহির তৎকালীন সময়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেন। এরপর পুলিশ কয়েকজন মাদকসেবী ও বখাটেকে আটক করে কারাগারে পাঠিয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com