লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ভাটিতে দোয়ানী গাইড বাঁধ নির্মাণ করা হচ্ছে। নীলফামারীর জলঢাকা ডালিয়া পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করছে। এতে ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৬ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে দোয়ানী বিজিবি ব্যাটালিয়ন ৬১ ক্যাম্প, আনসার ক্যাম্প, পুলিশ চেকপোস্ট সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা তিস্তা নদীর ভয়াবহ বন্যা থেকে রক্ষা পাবে। পাউবো সুত্র জানায় গত বর্ষায় তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাস সড়কটি আকস্কিক ভাবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙ্গে গিয়ে আশে পাশের গোটা এলাকা প্লাবিত হয়। এতে দোয়ানী কলোনী, বিজিবি ব্যাটালিয়ন ৬১, আনসার ক্যাম্প, পুলিশ ফাড়ি হুমকীর সম্মুখীন হয়ে পড়ে। পানির তোড়ে ফ্লাড বাইপাস সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে বিশাল গর্তের সৃষ্টি এবং বিদ্যুতের খুটি উপড়ে পরায় পাটগ্রাম সহ আশে পাশের এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সরকারের গুরুত্বপূণ ওইসব স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ওই প্রকল্প গ্রহন করে। খোঁজ নিয়ে জানা গেছে টাঙ্গাইলের গুডম্যান নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ওই প্রকল্পের নির্মাণ কাজের কার্যাদেশ প্রদান করা হলেও কাজ করছে স্থানীয় একজন ঠিকাদার। ৫৮০ মিটার দৈর্ঘ্য আলোচ্য প্রকল্পে প্রথমে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। ওই বাঁধে তিন সাইজের এক লাখ ২৯ হাজার সিসি ব্লক নির্মাণ করে ডাম্পিং ও জিও ব্যাগের ওপরে প্লেসিং করা হবে বলে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. রাশেদীন জানান। প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন গত বছরের ৫ মে প্রকল্পের কাজ শুরু হয়েছে, আগামী এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে, তবে ওই সময়ের মধ্যে শেষ করা না গেলে সময় বর্ধিত করা হতে পারে। সরকারের অনুন্নয়ন রাজস্ব খাত থেকে এই বরাদ্দ দেয়া হয়েছে।