জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাকের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ধর্মীয় নেতাদের নিয়ে যক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে। এসময় ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি ফরিদগঞ্জ উপজেলা শাখার ব্যাবস্থাপক নয়ন কবিরের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশ্রাফ আহমেদ চৌধুরি। এসময় তিনি বলেন, একটা সময় ছিল যখন বলা হতো যক্ষা হলে রক্ষা নাই, এখন পূর্ণ্য মেয়াদী ওষুধ সেবন করলে যক্ষা সম্পূর্ণ্য নিরাময় যোগ্য। যক্ষা যেহেতু হাচিঁ কাশির মাধ্যমে ছড়ায় তাই আমাদের প্রত্যেকের রোগাক্রান্ত হওয়ার পূর্বে সচেতনতা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করা প্রয়োজন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি মাকসুদুল হাসান। ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মাহবুবুল আলম। ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন। ল্যাব টেকনিশিয়ান বিল্লাল হোসেন। এসময় উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক, ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।