পুলিশের সাবেক মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, এদেশের উন্নয়নে বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রের মানুষ এসে কাজ করছেন। তাদের আবাসন চাহিদা পূরণে প্রতিদিন শুধু রাজধানীতে ৩০ হাজার শয়ন কক্ষের প্রয়োজন হয়। পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে কৃষি আর সেবা শিল্পের ভূমিকা সর্বাধিক।
গত বুধবার রাতে রাজধানীর বনানীতে রংধনু গ্রুপের মালিকানাধীন হোটেল ইউনিট রিজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হোটেল সেবায় পারিবারিক বন্ধন সৃষ্টির প্রত্যাশা নিয়ে রাজধানীর বনানীর ১৭ নাম্বার রোডে চার তারকা মানের আন্তর্জাতিক বুটিক হোটেল ইউনিক রিজেন্সি রংধনু গ্রুপের মালিকানায় দ্বিতীয় শাখা এটি। বুধবার রাতে জমকালো আয়োজনের মাধ্যমে হোটেলের উদ্বোধন করা হয়। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, ডিএমপির গুলশান জোনের ডিসি আব্দুল আহাদ, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, গ্রীন টিভির নির্বাহী পরিচালক নাদিরা কিরণসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে রংধনু গ্রুপের কর্মকর্তাগণ জানান, হোটেল সেবায় পারিবারিক বন্ধন সৃষ্টির প্রত্যাশা করেছে রংধনু গ্রুপ এই সেবা শিল্পের ব্যবসায় উৎসাহিত হয়েছে। বর্তমানে হোটেল ব্যবসায় যে অবস্থা বিরাজ করছে তা থেকে ভিন্ন কিছু করতেই এমন উদ্যোগ। অতি অল্প সময়ে কক্সবাজারে তাদের ৫ তারকা মানের হোটেল রামাদা উদ্বোধন করা হবে বলে জানান তারা।