সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

মক্কা-মদিনায় তারাবির নামাজ পড়াবেন যাঁরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

প্রতিবছরের মতো আসন্ন রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পবিত্র দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের তালিকা প্রকাশ করা হয়। গত বুধবার (১৫ মার্চ) ইমামদের সঙ্গে রমজানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। এ সময় রমজানবিষয়ক প্রস্তুতি দেখতে পবিত্র মসজিদুল হারাম পরিদর্শনে আসেন মক্কার গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ আলে সৌদ।
প্রকাশিত তালিকা অনুসারে প্রতিদিন দুজন ইমাম তারাবির ২০ রাকাত নামাজ পড়াবেন। এবার মোট পাঁচজন ইমাম তারাবির নামাজে ইমাম হিসেবে থাকবেন। তাঁরা হলেন শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল দাওসারি, শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস, শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল জুহানি, শায়খ ড. মাহির বিন হামাদ আল মুয়াইকালি ও শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ। তাঁরা রমজানের শেষ ১০ দিনে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে মসজিদুল হারামের ৩২ বছরের ইমাম শায়খ ড. সুউদ বিন ইবরাহিম আল শুরাইম অবসর গ্রহণ করায় প্রকাশিত তালিকায় পবিত্র নাম দেখা যায়নি। অন্যদিকে এ বছর মসজিদে নববীতে তারাবির নামাজে ছয়জন ইমাম দায়িত্ব পালন করবেন। তাঁরা হলেন শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান, ড. আহমদ আল হুজাইফি, শায়খ ড. খালিদ আল মুহান্না, শায়খ সালাহ আল বুদাইর, শায়খ আহমদ বিন তালিব ও শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম। তাঁরা রমজানের শেষ ১০ দিনে অনুষ্ঠিত তাহাজ্জুদ নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র : হারামাইন ওয়েবসাইট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com