বুধবার, ০১ মে ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

একতা সমাজকল্যাণ পরিষদের মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

মহান স্বাধীনতার মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদ বড়গাছ-নছরতপুর এর উদ্যোগে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা কমলগঞ্জস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গতবাল বিকেল ৩ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুদ্দিন। আলোচনায় অংশ নেন সিলেটের সুলতানপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, কমলগঞ্জের মাধবপুর নোয়াগাঁও তালিমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের নব-নির্বাচিত কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, লেখক-কলামিস্ট মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। অনুষ্ঠানে ইসলামী সংগীত ও নাশিদ পরিবেশন করেন দেশের জনপ্রিয় ইসলামি শিল্পী আহমদ আবদুল্লাহ কলরব-ঢাকা, জনপ্রিয় উর্দু নাশিদশিল্পী শেখ এনাম, ইনভাইট নাশিদ ব্যান্ড-সিলেট, খাইরুল হাসান শিপন ভারত, সৈয়দ তৌফিক এলাহী-আসহাব শিল্পীগোষ্ঠী, আহমদ উসমান-যমযম, সিলেট, মুশাহিদ আল বাহার-সিলেট, আলী মর্তুজা বিন আমিন-যমযম, সিলেট, জুনেদ আহমদ জলপ্রপাত-শিল্পীগোষ্ঠী, ফাহিমুল ইসলাম;হকবিডি, ফুজায়েল আহমদ-সুনামগঞ্জ, বদরুল আমীন -হকবিডি শেখ এমাদ ইনভাইট নাশিদ ব্যান্ড এবং লোকমান হাকীম-সুলতানী কাফেলা। শিল্পীদের সুরের মূর্ছনা ও ভিন্ন আমেজে দর্শক শ্রোতারা বিমোহিত হয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন লাবীব হুমায়দী, ফারহানুল হক চৌধুরী এবং একতা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হিফজুর রহমান ফাহাদ। অনুষ্ঠানে আগত শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত, উর্দু নাশিদ, হামদ-নাতসহ ভিন্নধারার দেশাত্মবোধক গান একক, দ্বৈত ও কোরাস কণ্ঠে পরিবেশন করে মাতিয়ে তুলেন দর্শকদের। প্রসঙ্গত, একতা সমাজকল্যাণ পরিষদ সংগঠনটি ২০২১ সালের ৯ আগস্ট যাত্রা শুরু করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com