ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য এই শিরোনামে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠি হয়েছে। গতকাল সকালে সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এর আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল মাহবুবুর রহমান খসরু’র সঞ্চালনায় সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এর ম্যানেজিং কমিটির সভাপতি মীর আব্দুর রাজ্জাক মেহফুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, পৌর মেয়র মনিরুজ্জামান বকল, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মাসউদুল আলম উচ্ছল, তোফাজ্জল হোসেন, সদস্য, জেলা পরিষদ টাঙ্গাইল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ, ইকবাল হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান লিনা বকল, সহ আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।