বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত ৩ উপজেলাকে ঘোষণা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

জামালপুর জেলার ৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে জামালপুরে চতুর্থ ধাপে জমিসহ ঘর পেলেন আরও ২৪৩টি পরিবার। এর মধ্যে ১১৪৪টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলো হলো- মেলান্দহ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্থান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া জামালপুর পৌরসভায় ১১১টি ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ১২টি এবং শ্রীপুর ইউনিয়নে ৬টি ঘর হস্থান্তর করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয়ভাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ফোল্ডারসহ বিভিন্ন কাগজপত্র তুলে দেওয়া হয়। এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকতউল্লাহ ও জামালপুর সদর থানার ওসি (অপারেশন) মো. আমিনুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com