বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত (২য় দিন) ফেনীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত প্রাইম ব্যাংক’র সাথে পেরোল চুক্তি করলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯১তম সভা অনুষ্ঠিত হজ এজেন্সি মালিকদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি পণবন্দীদের মুক্তির একমাত্র উপায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা : হামাস ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য, আদালতে তলব রাহুল গান্ধীকে

মঠবাড়িয়ায় বাস দুর্ঘটনায় আইনজীবী নিহত হওয়ার প্রতিবাদ ও বাসচালকের বিচার দাবিতে মানববন্ধন

গাজী মো. মাসুদ রানা (মঠবাড়িয়া) পিরোজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবহন বাস দুর্ঘটনায় উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র নিহত হওয়ার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক আদালতের আইসজীবীদের উদ্যোগে আদালতের সম্মুখ সড়কে ঘন্টাব্যপী মানববন্ধনে আইনজীবী,মোহরার ও সুশীল সমাজের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শেষে প্রবীণ আইনজীবী খান মো. আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, অ্যাডভোকেট জামাল উদ্দিন, দিলীপ কুমার পাইক, মো. ফজলুল হক, কমিউনিষ্ট পার্টি নেতা সুভাষ চন্দ্র মজুমদার, শিক্ষক নেতা ইকতিয়ার হোসেন পান্না, সাবেক পৌর কমিশনার হেমায়েত উদ্দিন ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রবীণ আইনজীবী অবিনাশ মিত্র ঢাকা থেকে পরিবহন বাসে ফেরার সময় বাস চালকের বেপরোয়া গাড়ি চালনার ফলে দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন। এছাড়া আরো ২২ যাত্রী গুরুতর আহত হন। সমাবেশে বাসচালকের দ্রুত গেস্খফতার দাবি করে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। উল্লেখ্য- আইনজীবী অবিনাশ মিত্র (৬৫)ঢাকায় ছেলের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে গত ২০ মার্চ দিনগত রাতে বাসযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত পৌণে তিনটার দিকে মঠবাড়িয়া পৌরশহর হতে এক কিলোমিটার দুরে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাড়কের উত্তর মিঠাখালী নামক স্থানে ইমা পরিবহন (ঢাকা-মেট্রো-১২-১৩২৯) এর বাসচালক বেপরোয়া গতির কারনে গড়কের বাইরে ছিটকে পড়ে। এসময় প্রবীণ আইনজীবী নিহতসহ আরো ২২ যাত্রী গুরুতর আহত হন। পরে গুরুতর আহত প্রবীণ আইনজীবী অবিনাশ মিত্র মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com