ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফেনী শাখার উদ্যোগে শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজে ‘স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন’ ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসাইন চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ইনভেস্টমেন্ট মনিটরিং এন্ড রিকোভারি ডিভিশনের প্রধান মিজানুর রহমান, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ আবদুস সালাম, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার, কুমিল্লা অঞ্চলের প্রধান শামছুল করিম মজুমদার, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এম. একরামুল হক ভুঁইয়া, ভাইস প্রিন্সিপাল জসিম উদ্দীন মোল্লা, ইসলামিক সোসাইটি ফেনীর ভাইস-প্রেসিডেন্ট এ.কে.এম শামসউদ্দিন ও সেক্রেটারী মোঃ ইলিয়াস ও ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শফিউল্লাহ ভূঁইয়া। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।