শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

সাত শহীদের সমাধিস্থলে জেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সাত শহীদের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল। বৃহস্পতিবার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকার বাংলাদেশ সীমান্তে ১১৭২ নম্বর পিলার সংলগ্ন সাত শহীদের সমাধিস্থলে এ শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্¦াস, জেলা পরিষদের সদস্য এস.এম আলমীর গোলাপ। জাগা গেছে, কমান্ডার নাজমুল হক তারার নেতৃত্বে উপজেলার নাজিরপুর এলাকায় পাকসেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধ হয়। দেশ রক্ষায় নিজের জীবনকে তুচ্ছ করে এ দেশের জন্য যারা জীবন দিয়েছেন তারা হলেন- নেত্রকোনার আব্দুল আজিজ, মোহাম্মদ ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মুহাম্মদ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নুরুজ্জামান, দ্বিজেন চন্দ্র বিশ^াস এবং জামালপুরের মো. জামাল উদ্দিন। পরে এই সাত শহীদদের সমাহিত করা হয় লেংগুরার ফুলবাড়ির বাংলাদেশ সীমান্তে ১১৭২ নম্বর পিলার সংলগ্ন এলাকায়। বর্তমানে এই জায়গাটি সাত শহীদের সমাধিস্থল নামে পরিচিত। আর প্রতি বছর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ২৬ জুলাই নানান কর্মসূচির মধ্যদিয়ে এই দিনটি পালন করে আসছে। এ দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ এ সামাধিস্থলে আসেন। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল সাত শহীদের সমাধিস্থলে শ্রদ্ধা শেষে কলমাকান্দা সদরের রামকৃষ্ণ আশ্রম পরিদর্শণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com