গাজীপুরের কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা আ’লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সাভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম.আবু বকর চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, পরিমল চন্দ্র ঘোষ, পৌর মেয়র এস.এম. রবিন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শরমিলা রোজারিও, নাগরী ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা প্রমুখ। প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন- আমরা অবাক হলাম যে একটা শিশুর হাতে ১০ টাকা তুলে দিয়ে তার নামের বরাত দিয়ে মিথ্যা কথা প্রচার করা হয়েছে। এখানে শিশুর অধিকার ক্ষুন্ন করা হয়েছে এবং শিশুকে অনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে! শিশু অধিকারের বিষয়ে বিবৃতি দাতারা একটি কথাও বলে নাই, এই বিবৃতি দাতাদের বিবেক বলে কি কিছু নেই! বরং যে শিশু ছাত্রকে দিনমজুর হিসেবে উল্লেখ করা হয়েছে। শিশুর প্রতি যে অন্যায় করেছে তার পক্ষে এরা কিভাবে বিবৃতি দিতে পারে! আর অন্যায় করার পর গ্রেফতার করলেই অন্যায়কারীরা এদের চোখে হিরো হয়ে যায়। যারা একটি শিশুর প্রতি একটু এদিক থেকে সেদিক হলেই তোলপাড় শুরু করে দেন,তারা এখন কোথায় সাধারণ জনগন জানতে চায়, এ দেশের সচেতন জনগন জানতে চায়।