তথ্য দিন সেবা নিন,” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, আপনার পুলিশ আপনার পাশে-এই স্লোগান কে বাস্তবায়নের লক্ষ্যে গত(৩১ মার্চ)বিকালে চট্টগ্রামের সাতকানিয়া থানার ৭নং বিট মাদার্শা ইউনিয়ন পরিষদে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সমন্বয়ে বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরফাত এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সাতকানিয়া)মো, শিবলী নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু নঈম মুহাম্মাদ সেলিম চৌধুরী। উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল ফয়েজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার, মাদার্শা ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন, নুর আহমদ, আবুল হাসেম,আবু হানিফ, হারুন উর রশিদ, মুহাম্মদ নুরুল কবির, আহমদ হোসেন, কামাল উদ্দীন,এবং বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ সমাজ প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। উক্ত বিট পুলিশিং মত বিনিময় সভায় উপস্থিত কোমলমতী ছাত্র, অভিভাবক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মাদক, জঙ্গীবাদ, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন অপরাধ প্রতিরোধে বিট পুলিশ/থানা পুলিশ কে সহযোগিতা সহ সামাজিক প্রতিরোধের মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল সাতকানিয়া) দিকনির্দেশনা প্রদান করেন।