বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

ঈশ্বরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ তিন জনকে মারধরের অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

আতাউর রহমান (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক দিনমজুর এবং তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রী ও বড় ভাইকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও থানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলা উচাখিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. মাসুদ রানা মগাপাড়া গ্রামের বাসিন্দা দিনমজুর আজিজুল হকের(২৮) কাছ থেকে নিজের ও তার বড় ভাইকে ভিজিডি কার্ড করার কথা বলে ১০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও কার্ড না হওয়ায় টাকা চাইতে গেলে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে অযথা বকাবাধ্য করে। এ নিয়ে প্রতিবাদ করলে গত শুক্রবার দুপুর একটার দিকে আজিজুলকে পথে পেয়ে পথরোধ করে মেম্বার মাসুদ রানা। এ সময় তাকে মারতে থাকলে প্রথমে স্ত্রী হাজেরা বেগম(২৩) ও পরে বড় ভাই মো. নজরুল ইসলাম(৪০) এগিয়ে গিয়ে প্রতিহত করার চেষ্টা করলে তাদেরকেও মারপিট করে মাসুদ রানা। পরে তিনজনই ঈশ্বরগঞ্জ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। আজিজুল জানান, ভিজিডি কার্ডের জন্য নেওয়া টাকা ফেরত চাওয়ায় ইউপি সদস্য রানা ক্ষিপ্ত হয়ে তুচ্ছ যে কোনো ধরনের ঘটনা নিয়ে গায়ে পড়ে বিবাধ করে আসছিলো। এর জের ধরেই বাড়িতে যাওয়ার রাস্তা দিয়ে যাওয়া নিষেধ করে। এতে প্রতিবাদ করলে আমরা তিনজনকেই মারধর করে আহত করে মাসুদ মেম্বার। এ বিষয়ে জানতে চাইলে ইউপি মেম্বার মাসুদ রানা ভিজিডি কার্ডের টাকা নেওয়ার কথা অস্বীকার করে জানান, সড়কটিতে প্রায়ই প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছিলো আজিজুল। এতে সাধারন লোকজন বিচার দিলে তাঁর বৃদ্ধ বাবা বিষয়টি জানতে চাইলে আজিজুল হাতে দা দিয়ে কোপ দেয়। এ ঘটনা জেনে তখনি আজিজুলকেও কয়েকটা চড় মারি। এছাড়া তার স্ত্রী ও ভাইকে মারধরের ঘটনা ভিক্তিহীন। জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়ে একজন উপপরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com