বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

র‌্যাব-৭ এর সাড়াশি অভিযানে কিশোর গ্যাং এর ১১ সদস্য আটক

দেলোয়ার হোসেন রশিদী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ সাড়াশি অভিযানে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সানি গ্যাং এবং পিচ্ছি সাকিব গ্যাং নামে কিশোর গ্যাং গ্রুপের গ্যাং প্রধান সহ সর্বমোট ১১জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অফিসিয়াল পেইজের মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-৭। সানি গ্যাং গ্রুপটি সাধারণত বায়েজিদ এলাকায় পরিচিত। এরা স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই গ্যাংটির লীডার রিয়াজুদ্দিন সানী বায়েজিদ এলাকার ১টি হত্যা মামলার আসামী। সে জামিনে এসেও এই গ্যাং লালন-পালন করার মাধ্যমে তার প্রভাব বিস্তারসহ বিভিন্ন সময় এলাকায় মারামারি-হানাহানি করার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিঘœ ঘটানোর সাথে জড়িত। এছাড়াও এই গ্যাং এর সদস্যদের প্রকাশ্যে দিনে-দুপুরে বায়েজিদ বোস্তামী এলাকায় ছিনতাই ও চাঁদাবাজী করতে দেখা গেছে। এই গ্যাং এর সদস্যরা সকলেই মাদকাসক্ত বলে জানা যায়। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলো– ১। রিয়াজ উদ্দিন সানি(২৪) (২০২০ সালের হত্যা মামলার এজাহার নামীয় আসামি), ২। সাদ্দাম হোসেন(২০), ৩। আব্দুল মান্নান(২০), ৪। তানভীর(২০), ৫। সোহেল রানা(২১), ৬। রবিউল হোসেন(১৮) এবং ৭। আল রাব্বি(২৪)। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত রিয়াদ, তানভীর এবং আল রাব্বির নামে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তাামী থানায় চুরি এবং হত্যা সংক্রান্ত মামলা পাওয়া যায়। পিচ্চি শাকিব গ্যাং গ্রুপটি সাধারণত পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং ভাড়ায় মারামারি, টাকার বিনিময়ে জমি দখল করার মতো সংঘাতে জড়ানোর মত কাজে লিপ্ত থাকে। তবে এদের মুল কার্যক্রম হলো সন্ধ্যার পর একত্রিত হয়ে রাস্তায় চলাচলকারী মানুষদের কাছে থেকে ছিনতাই করা। এরা বিভিন্ন দোকানদারদের কাছে চাঁদা আদায় করত। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করত। এদের ভয়ে এলাকার মানুষ স্বাভাবিক কার্যক্রম করতে পারত না। এদের সবার নামে পাহাড়লী থানায় ছিনতাই ও মারামারির মামলা আছে জানা যায়। এছাড়াও, পিচ্চি সাকিবের নামে হত্যা মামলা আছে বলে জানা যায়। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলো– ১। মো: জসিম (২৫) (গ্যাং লীডার), ২। মো: রাকিব(১৯), ৩। বেলাল মিয়া সাজু(২৩) এবং ৪। মো: সাকিব(১৫)। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী জসিম, রাকিব এবং বেলাল এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় ০১টি করে এবং গ্রেফতারকৃত আসামী সাকিবের নামে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এবং আকবরশাহ থানায় ০১টি করে মোট ০২টি ছিনতাই, চাদাবাজি ও মারামারি সংক্রান্ত সংক্রান্ত মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com