সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

জমি দখলের পাঁয়তারা : বাদীকে হুমকি, থানায় অভিযোগ

একরামুল হক মুন্সী (চিতলমারী) বাগেরহাট :
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বাগেরহাটের চিতলমারীতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ নুরুল ইসলাম নামের এক যুবককে প্রাণ নাশের হমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে চিতলমারী থানায় ওই যুবক প্রতিপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, চিতলমারী থানাধীন শ্রীরামপুর মৌজার খতিয়ন নং-সিএস-৫৫৬,এসএ-৮৫৬, দাগ নং-৩৭৮৮, জমির পরিমান ১.৭৭ একর, এই জমি কয়েকযুগ ধরে নুরুল ইসলামের পরিবার মাছের ঘের ও ধান রোপন করে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় পার ডুমুরিয়া গ্রামের প্রতিপক্ষ মৃতঃ কামাল আহম্মদের ছেলে জুয়েল আহম্মেদ(২৭), শামীম আহম্মদের ছেলে সোহেল শেখ(২৭), ও তাদের সঙ্গীয় লোক নিয়ে শুক্রবার (৭ জুলাই) ভোররাতে ঘের পাহারারত নুরুল ইসলামের উপর হামলা করে। এসময় প্রাণ বাঁচাতে নুরুল ইসলাম দৌড়ে পালাতে চেষ্টা করায়, তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং জমি ও ঘেরে আসলে জীবনে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়। হুমকির মুখে নুরুল ইসলাম বর্তমান নিরাপত্তহীনতায় রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এব্যপারে অভিযোগকারী নুরুল ইসলামের পিতা মোঃ হিজালী শেখ জানান, নিলাম খরিদ করা এই জমি তিনি ২৫-৩০ বছর দরে ভোগদখল করে আসছেন। উক্ত তফসিলভূক্ত সম্পত্তিতে ফৌজদারী কার্যবিধি-১৪৪ ধারা মামলা রয়েছে। মামলা নং-মিস-৪৯৯/২০২৩ (চিতলমারী)। এতদ্বা সত্বেও জোর পুর্বক জমি দখলের জন্য হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে চলেছে উল্লেখিত বিবাদীপক্ষ। তিনি এই সন্ত্রাসী আক্রমনের বিচার দাবী করেছেন। এব্যপারে বিবাদী পক্ষের লোকজনের বক্তব্য নিতে বারবার চেষ্টা করা হলেও তাদের শাড়া মেলেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com