সিরাজগঞ্জের তাড়াশে ভুয়া দলিল বানিয়ে অবৈধভাবে বসত বাড়ির জায়গা দখলের চেষ্টা করে স্থানীয় একটি প্রভাবশালী গং। এ সময় ভুক্তভোগী পরিবারের লোকজন বাধা দিলে তাদের হাঁসুয়া দিয়ে আঘাত করে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। (১০ এপ্রিল) সোমবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক এক নারীসহ গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনোয়ার হোসেন। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করে আহত সুর্য খাতুনের মেয়ে ফরিদা খাতুন বলেন, সোমবার সকালে আমাদের বাড়ির জায়গা দখলে নেওয়ার চেষ্টা করেন ও কয়েকটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন প্রতিবেশী তমছের আলী গং। কিন্তু বাধা দেওয়ার কারণে তারা আমার মা সূর্য খাতুন(৬০), আমার বাবা ফজল হোসেন(৬৫) ও আমার ভাই কামরুল হোসেনসহ(২৮) সাতজনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালু পাড়া মৌজার কালু পাড়া গ্রামে পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ১৫ শতক জায়গা ৩০ বছর আগে ভুক্তভোগী ফজর আলী ও তার দুই ভাই তাদের দুই ছেলে ও এক মেয়েকে দলিল মূলে রেজিষ্ট্রি করে দেয়। তারা কেউ স্বাক্ষর দিতে পারেনা, টিপসই ছাড়া। কিন্তু তমছের আলী ও তার ছেলে আব্দুল আলীম বসত বাড়ির জায়গা জাল স্বাক্ষর ও জাল দলিল করে দখলে মরিয়া হয়ে উঠেছেন। অভিযুক্ত তমছের আলী গংয়ের দাবি, তাদেরও মারধর করা হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দৈনিক খবরপত্রকে বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে বিবাদমান জায়গায় না যাওয়ার জন্য শতর্ক করা হয়েছিলো। আহতরা সকালে থানায় এসেছিলেন। তাদের চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা দিলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।