বিতর্কিত বিচারিক সংশোধনে ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভকে উৎসাহিত করতে মার্কিন প্রতিবেদন অস্বীকার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। রোববার তারা এক বিবৃতির মাধ্যমে তারা এটির অস্বীকৃতি জানায়। ১ মার্চ পেন্টাগনের একটি নথি উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট জানায়, মোসাদ নেতৃত্ব ইসরাইলি সরকারের প্রস্তাবিত বিচারিক সংস্কারের প্রতিবাদ করার জন্য মোসাদ কর্মকর্তাদের ও ইসরাইলি নাগরিকদের পক্ষে ওকালতি করেছে। কিন্তু মোসাদের পক্ষ থেকে নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এই মার্কিন প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা ও অযৌক্তিক।
বিবৃতিতে বলা হয়েছে, মোসাদ ও এর কর্মকর্তারা সংস্থার কর্মীদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে, রাজনৈতিক বিক্ষোভে বা কোনো রাজনৈতিক কর্মকা-ে যেতে উৎসাহিত করেনি এবং আগামীতেও করবে না।
শনিবার, বিচার বিভাগীয় সংস্কারের জন্য নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে টানা ১৪তম সপ্তাহের জন্য বিক্ষোভ করেছে হাজার হাজার ইসরায়েলি। গত সপ্তাহগুলোতে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়েছে। ইসরাইল বিরোধীরা বিচার বিভাগীয় পরিবর্তনের পরিকল্পনাকে নির্বাহী বিভাগের পক্ষে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের ক্ষমতা হ্রাস করার প্রচেষ্টা হিসেবে দেখে। নেতানিয়াহু অবশ্য জোর দিয়ে বলেছেন, তার বিচারিক পরিকল্পনা গণতন্ত্রকে উন্নত করবে এবং আইনসভা, নির্বাহী ও বিচারিক ক্ষমতার মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনবে। ২৭ মার্চ দুর্নীতির জন্য বিচারাধীন ও চাপের কাছে নত হন নেতানিয়াহু এবং বিচার বিভাগীয় সংশোধনের পরিকল্পনাগুলো সাময়িকভাবে থামানোর ঘোষণা দেন। সূত্র : আনাদুলু অ্যাজেন্সি