নরসিংদীর রায়পুরায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর উদ্যোগে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড এম্বাসীর অর্থায়নে বাস্তবায়িত ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে বিদেশ ফেরতদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক নরসিংদী জেলা সমন্বয়কারী মিজানুর রহমান। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাহিদা আক্তার এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সেক্টর স্পেশালিষ্ট ইকোনোমিক মো: রকিবুল হোসেন, রায়পুরা এস আই আরিফ রাব্বানী,রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান। এসময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.আজহারুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: ফাতেমা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা নূরজাহান বেগম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার (রায়পুরা) শরিফা বেগম সহ আরো অনেকে। কর্মশালায় ব্র্যাকের সকল কাজের উপর আলোচনা করা হয়। এবং বিদেশফেরতদের নিয়ে কাজ করতে আগামীতে কি কি কার্যক্রম করা যায় সে সম্পর্কে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ।