পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন উপলক্ষ্যে বুধবার ২৬ এপ্রিল উপজেলা নির্বাচন অফিসারের নিকট প্রার্থীরা নমিনেশন পেপার জমা দেয়া শুরু করেছে। প্রথম দিনেই নমিনেশন পেপার জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী রাসেল সিকদার, সতন্ত্র প্রার্থী আরিফুর রহমান টুবুল ও ইসলামি শাসনতন্ত্রের প্রার্থী এজাজ খান। নমিনেশন পেপার জমা শেষে স্বতন্ত্র প্রার্থী রাসেল সিকদার সংবাদকর্মীদের জানান, তার পিতা প্রায়ত চেয়ারম্যান আনোয়ার হোসেন সিকদার দীর্ঘদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকায় জন সাধারণের পাশে থেকে মানুষের সুখ-দু:খের ভাগিদার হয়েছেন। তাই আজ তার সন্তান হিসেবে সবার নিকট দোয়া প্রার্থী। অপর দিকে উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক আরিফুর রহমান টুবুল চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নমিনেশন পেপার দাখিল করেছেন এবং ইসলামি শাসনতন্ত্রের প্রার্থী মাওলানা এজাজ খান হাতপাখা নিয়ে তার নমিনেশন পেপার সাবমিট করেছেন। নমিনেশন পেপার দাখিলের সময় উপজেলা নির্বাচন রিটানিং অফিসার শাহীন শরীফ সংবাদকর্মীদের উপস্থিতিতে প্রার্থীদের নিশ্চিত করে বলেন, নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, বহিরাগত কাউকে এলাকায় গ্রহন করা হবে না এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারী কোন প্রকার ক্ষমা পাবে না। প্রার্থীরা আচরণ বিধি মেনে নির্বিঘেœ নির্বাচনী প্রচার-প্রচারণা করবেন, তাতে কেউ কোন সমস্যা বা ব্যঘাত সৃষ্টি করতে পারবে না এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের নিশ্চয়তা প্রদান করা হবে।