সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

গলাচিপায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এসএসসি সমমানের পরীক্ষা

মু. খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী :
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

৩০ এপ্রিল/২৩ সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলায় ১০টি কেন্দ্রে ও ৭টি ভ্যানুতে এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পাবলিক পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পরীক্ষা নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, দুর্গম ২টি চরাঞ্চল ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সমূহে সরকারি কর্মকর্তা, ভিজিলিং টিম, সংশ্লিষ্ট হল সুপার, কেন্দ্র সচিব, নিরপেক্ষ শিক্ষক-শিক্ষিকা দ্বারা সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্রের ২শত গজের আশেপাশে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। এছাড়া শহর- বন্দর, বাজারের সকল কম্পিউটার, ফটোকপি দোকান ও কোচিং সেন্টার? সমূহ সরকারের নির্দেশ মোতাবেক বন্ধ রাখা হয়েছে। গলাচিপা উপজেলায় চলতি বছর মোট ৪ হাজার ৭শত ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জেনারেল ৩ হাজার ২শত ৬৯ জন, মাদ্রাসায় ১হাজার ৭৭জন ও ভোকেশনাল কারিগরি ৪শত ৫২ জন পরীক্ষায় অংশ নেয় বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা গণ-মাধ্যম কর্মীদের জানায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com