সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

পলিটেকনিকের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

টানা ৩৪ মাস ধরে বেতন বন্ধ থাকায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। গতকাল রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
শিক্ষকরা জানান, সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসনে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) অধীনে নিয়োগ পেয়েছিলেন ৭৭৭ জন শিক্ষক। কিন্তু, বেশকিছু জটিলতার কারণে ৩৪ মাস ধরে বেতন বন্ধ আছে। ফলে, তারা মানবেতর জীবনযাপন করছেন। আন্দোলনরত শিক্ষক মারিয়া আক্তার বলেন, আমাদের সকল নিয়ম মেনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা আমাদের দায়িত্বও সঠিকভাবে পালন করেছি। কিন্তু, রাজস্ব খাতের প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষাসহ বিভিন্ন বিষয়ের কথা বলে ৩৪ মাস আমাদের বেতন বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ জেনেছি, আমাদের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে।
তিনি বলেন, আমাদের মধ্যে এমন অনেকে আছেন, যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছেন না, সন্তানকে স্কুলে পাঠাতে পারছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি টানা চলবে। এর আগে বেতন-ভাতার দাবিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার আয়োজনে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার সভাপতি মো. সুমন হায়দার।
তিনি বলেন, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতা না পেয়ে পরিবার নিয়ে অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছি। ৩৪ মাস ধরে বেতন বন্ধ থাকায় এর মধ্যে কয়েকজন শিক্ষক চিকিৎসার অভাবে মারা গেছেন। অনেকে মানসিক ও শারীরিক অসুস্থতা নিয়ে জীবন অতিবাহিত করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়ায় ধীর গতির কারণে শিক্ষকরা এখন চরম হতাশ। শিক্ষকদের পরিবারের কথা বিবেচনায় নিয়ে দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগের অবসানের জন্য বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্মীকরণের দাবি করা হয়। দাবি পূরণ না হলে ৩০ এপ্রিল থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com