সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

ধনবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস উদযাপন

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের খন্ড খন্ড রেলি নিয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ডে সমবেত হয়। ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে ধনবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ধনবাড়ী বাসস্ট্যান্ডে আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য রেলি শেষ হয়। ধনবাড়ী উপজেলা শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন ও বিভিন শ্রমিক সংগঠনের আয়োজনে, পহেলা মে সকালে ধনবাড়ী বাসস্ট্যান্ডে নিজ কার্যালয়ে সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় টাঙ্গাইল জেলা কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপ- কমিটি ধনবাড়ী টাঙ্গাইল এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুলু এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান বকল মেয়র, ধনবাড়ী পৌরসভা আরো উপস্থিত ছিলেন, আব্দুল বারী বিদ্যুৎ, যুগ্মসাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি, ধনবাড়ী, আবুল হোসেন কার্যকারী সভাপতি, টাঙ্গাইল জেলার বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি ধনবাড়ী টাঙ্গাইল, সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য শ্রমিক বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com