মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে জাপানের FV Human link এর Representative Director সাবেক এমপি Kouichi Hatsutani মতবিনিয়সভা করেন। শনিবার (৬ মে) সকাল ১১টার সময় মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপানের প্রতিনিধি পরিচালক Kouichi Hatsutani| জাপানী বন্ধু নেপাল থেকে বাংলাদেশে এসেছেন গ্লোরিয়া ফাউন্ডেশনের বিশেষ অনুরোধে চার দিনের সফরে আসেন সাবেক জাপানের এমপি কাউচি হাতসুতানি। আগামী কাল রোববার জাপানে ফিরে যাবেন। প্রধান অতিথি Kouichi Hatsutani তার বক্তব্যে বলেন, জাপানে বৃদ্ধ জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। যুবক শ্রেণির জনশক্তি দিন দিন হ্রস পাচ্ছে। তাই জাপান সরকার চায় যুবক শ্রেণির কর্মঠ সার্টিফিকেটধারীরা জাপানিজ ভাষা শিখে জাপানে যাক এবং জাপানের প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ নিয়ে দেশে এসে সেটার ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এমন লক্ষ্যকে সামনে রেখে তিনি যে সংগঠনের প্রতিনিধিত্ব করছেন সেই সংগঠনের মাধ্যমে নার্সিং ডিপ্লোমাধারীদের সার্টিফিকেট অর্জনের পাশাপাশি জাপানি ভাষা শিখে উপস্থিত সকল শিক্ষার্থীদের জাপানে যাওয়ার আহ্বান করেন। উপস্থিত নার্সিং প্রশিক্ষনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান অতিথি। এ সময় দোভাষী হিসেবে প্রধান অতিথির বক্তব্য বাংলায় বুঝিয়ে দেন গ্লোরিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোঃ তারিক। এ সময় উপস্থিত ছিলেন এ সংগঠনের ট্রেইনার এন্ড প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির ও আর্ট সেক্রেটারি সজল সূত্রধর। মুন্সীগঞ্জ নার্সিং ইনিস্টিটিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ সবিতা রাণী ওঝাসহ অন্যান্য প্রশিক্ষকগণ। শুক্রবার (৫ মে) নরসিংদী জেলার পলাশ থানা কেয়ারগিভাস ইনস্টিটিউট এর ছাত্র ছাত্রী সাথে এক পরিদর্শন ও সৌজন্য মতবিনিময় করেন বাংলাদেশ (মুন্সীগঞ্জ শাখার) গ্লোরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে। বিভিন্ন কর্মঠ জনশক্তি জাপানে কর্মসংস্থান করতে পারলে জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে।