শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

কালিয়াকৈরে কৃষকের ধান কাটার মহা উৎসব

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

গাজীপুর জেলার কালিয়াকৈরের কৃষকরা এখন ব্যস্ত সময় পাড় করছেন। সোনালী ফসলের মাঠ এখন ধান কাটা উৎসবে পরিণত হয়েছে। উপজেলার সবর্ত্র ধানের বাম্পার ফলন এ উৎসবের নতুন মাত্রা যোগ করেছে। উপজেলা কৃষি অফিস জানায়,এ বছর চলতি ইরি বোরো মৌসুমে উপজেলায় ১০ হাজার ১০০ শ ‘৬৫ হেক্টর জমিতে ধান আবাদের সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমি চাষাবাদের আওতায় এসেছে বলে দাবী কৃষি অফিসের। উপজেলা কৃষি অফিস ৪ হাজার ২‘শ জন কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ, সার ও কীটনাশক সহায়তা দিয়েছেন। মাঠ কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সবসময় সহযোগীতা করেছেন। এবছর নতুন জাতের ধান ব্রি-৮৯, ব্রি-৯২, উফসি ২৯, জাতের ধান রোপন করা হয়েছে। এছাড়া অনেক কৃষক পূর্বের ব্রি-২৮,ব্রি- ২৯ জাতের ধান রোপন করেছেন। উপজেলার কালিয়াদহ মকস বিল, মেদী আশুলাই আলোয়া বিল, বামন্দহ বগাবাড়ী চক, মহরাবহ, আশাপুর, বেনুপুর, দেওয়াইর, নয়ানগর, বাঁশতলী ও সাহেবাবাদসহ ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও ব্যপক ধান চাষ করা হয়েছে। এসব জমিতে ফলনও আশানুরুপ বেশি হয়েছে। কিছু এলাকায় ব্লাস্ট রোগে আক্রান্ত হলেও ক্ষতির পরিমান খুব কম খালপাড় গ্রামের কৃষক লিটন হোসেন জানান, সঠিক পরিচর্যা ও কৃষি অফিসের পরামর্শ নিয়ে বোরো ধান চাষ করে অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। বামন্দহ যাদব চন্দ্র সরকার বলেন, রোদের তাপমাত্রা বেশি থাকায় কৃষি শ্রমিকের মজুরী একটু বেশি তবুও বৈশাখী ঝড়ে ফসল যেন ক্ষতি না হয় তাই বেশি মজুরী দিয়েই ধান কাটতেছি। এখন ফসল ঘরে উঠাতে পারলেই হয়। প্রাকৃতিক দুর্যোগের সমস্যা না হলে এবছর আশা করছি বাম্পার ফলন হবে। বক্তারপুর এলাকার তোতা মিয়া জানান, আমি ৪ বিঘা জমিতে বোরো ধান চাষ করে ২ বিঘা জমির ফসল ঘরে তুলেছি। পোকায় আক্রমন করতে না পারায় ফসল ভালো হয়েছে। কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যে অধিকাংশ জমির ধান কাটা হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব ধান কাটা শেষ করে কৃষকগণ ফসল ঘরে তুলতে পারবেন। এ বছর বড় ধরনের ঝড় ও শিলা বৃষ্টি না হওয়ায় উপজেলাতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com