সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ

এমদাদ উল্যাহ কুমিল্লা :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের একটি টিম বুধবার সরেজমিন পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবদুর রহিম বাদি হয়ে ইউনিয়ন নিকাহ রেজিস্টার কাজী মহিন উদ্দিন, ইউপি মেম্বার কাজী সাইফুল ইসলাম, একই বাড়ির মাফিয়া বেগম, আবুল খায়ের ও রিপনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ৭০ বছর যাবত মাফিয়া বেগমের বাড়ির পাশের রাস্তা দিয়ে মফিয়া বেগমের পরিবার ও আবদুর রহিমসহ আরও তিন পরিবারের লোকজন চলাচল করে। পাশাপাশি বাড়ি হওয়ায় ওই রাস্তা ছাড়া চলাফেরার আর কোনো রাস্তা নাই। কিছুদিন আগে মাফিয়া বেগম নতুন বাড়ি করায় রাস্তাটি তার চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে না। এমতাবস্থায় কিছু স্বার্থান্বেষী মহলের পরামর্শে মাফিয়া বেগম রাস্তাটির মাঝে পাকা দালান তুলে রাস্তা বন্ধ করে দেয়ার পাঁয়তারা করে। বেশ কয়েকবার বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করলেও মাফিয়া বেগম গংদের অসাদাচরণের কারনে সমাধান সম্ভব হয়নি। এ বিষয়ে দীর্ঘদিন যাবত মাফিয়া বেগম ও তার পরিবারকে বললেও তারা কোনো কথা না শুনে বুধবার রাস্তা বন্ধ করার জন্য দেয়াল তৈরির কাজ করতে থাকে। এতে করে আবদুর রহিমের বাড়ির রাস্তা বন্ধ হয়ে যায়। এতে তাদের চলাফেরা বিঘিœত হওয়াসহ জীবনযাপন কঠিন হয়ে পড়ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com