পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ০৬নং নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ মার্চ ইভিএম এ ভোট গ্রহনে সরকার দলীয় নৌকা প্রার্থীর ব্যপক ভরাডুবি হয়েছে। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা বর্তান যুব নেতা রাসেল সিকদার ঘোড়া মার্কা নিয়ে নৌকার সাথে প্রতিদন্ধিতা করে বিজয় বিপুল ভোটে বিজয় লাভ করেন। একাধিক ভোটারদের সঙ্গে আলাপ করলে এ প্রতিনিধিকে জানান, দেশে আজ মানুষ নিত্য প্রয়োজনীয় মালামালের বাজার যেভাবে হু-হু করে বাড়ছে তাতে সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে, এমনকি বিগত নির্বাচনে আমরা নিজেদের ভোট স্বাধীন ভাবে প্রয়োগ করতে পারি নাই। আজকে যখন স্বাধীন ভাবে নিজের মত প্রকাশের সুযোগ পেয়েছি তখন আমরা উপযুক্ত প্রার্থীকে বেছে নিতে ভুল করব না। দীর্ঘদিন দল করে একাধিক মামলার আসামী হয়েও আজ সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিতার স্বত্ব অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নেতা যখন মাঠে আসছে, তখন কেন্দ্র একটি কু-চক্রীয় মহলের সিদ্ধান্তকে প্রধান্য দিয়ে যুবনেতাকে বহিস্কারের ঘোষণা দিয়েছে। আমরা সাধারণ মানুষ এ নেতাকে ভুলে যাইনি, বরং দলীয় সিদ্ধান্তকে চাপা রেখে আমাদের ভালোবাসার বহি:প্রকাশ ঘটিয়েছি। তাই ২৬মে সকালে ইউনিয়নের অধিকাংশ নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানাতে উপচে পড়া ভিড় জমিয়েছে। এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমাকে আপনার ভোট দিয়ে বিজয় করেছেন, তাই প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এরপরে আপনারদের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি, এ ফুলের মালা শুধু আমার নয়, এটা আপনাদের। পাশাপাশি নির্বাচনী দায়িত্বেরত সকল প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী সহ সংবাদকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু যে দলের জন্য জেল-জুলুমের স্বীকার হয়েছি, কতিপয় স্বার্থন্বশেী মহল দলের শক্তি সঞ্চার বৃদ্ধি করা থেকে বিরত থেকে দলকে দুর্বল করার লক্ষ্যে আমার বিরুদ্ধে এ অভিযোগ আনায়ন করে আমাকে হেয় করেছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।