গাজীপুরের কালীগঞ্জে ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্য ও ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, সাংবাদিক রফিক সরকার, শিক্ষার্থী আবিদুর রহমান নিশাদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবার আগে নিজেকে পরিবর্তনের অঙ্গীকার করেন সবাই।