কিশোরগঞ্জের হোসেনপুরে গরুর খামারে সফল জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল ছালাম। ২০২১ সালে বাড়ির পাশে কয়েকটি গরু মোটাতাজাকরনের মাধ্যমে গড়ে তোলেন ‘হাফসা ক্যাটল ফার্ম। বর্তমানে তার খামারে ৬টি শাহীওয়াল, ৬টি সিনদী, ৮টি দেশীও সহ ২টি গাভী মোট ২২টি গরু রয়েছে। গরুর খামারের জন্য তিনি নিজের খেতে চাষ করছেন উন্নতমানের নেপিয়ার ঘাস। এবারের ঈদে তার খামারের প্রতিটি গরু আড়াই থেকে তিন লাখ টাকায় বিক্রি করার লক্ষ্য তার। স্থানীয়রা জানান, তিনি গরুর খামারে গরু মোটাতাজা করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হয়েও নিজের খামারে শ্রম দিয়ে যাচ্ছেন। তার এ সফলতা দেখে এলাকার অনেকেই গরু পালন করে ও ব্যবসায় নিজেদের সাবলম্বী করার চেষ্টা করছে। খামারী মো.আব্দুস ছালাম জানান, নিজস্ব অর্থায়নে নিজ বাড়ির পাশে আধা পাকা টিনসেট ঘরের খামারে গরু পালন শুরু করেন তিনি। প্রতিদিন তার খামারে কাঁচাঘাস ও খড়কুটো ছাড়াও গরুর খাদ্য বাবদ আরো দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়। খামার পরিচালনায় নিজ শ্রমের পাশাপাশি মাসিক বেতনে আরও দুজন কাজ করেন তার সাথে। তিনি আরও বলেন, নিজ খামারে গরু লালন পালন করায় আমার কোরবানীর গরু কিনতে হচ্ছে না। অন্যদিকে নিজের তদারকিতে গরু লালন পালন করার তৃপ্তিই অন্যরকম। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে দীর্ঘ প্রজেক্ট নিয়ে আরো ব্যাপক আকারে খামার গড়ে তুলে সফলভাবে ব্যবসা করতে পারব। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃমো. উজ্জল হোসাইন জানান, গরু মোটাতাজাকরনে তিনো সফল। প্রাণীসম্পদ অফিস থেকে নিয়মিত তিনি পরামর্শ নেন। এবারের কুরবানির ঈদে আশাকরছি তিনি লাভবান হবেন।