বাউফল উপজেলার কালাইয়া লঞ্চ ঘাট এলাকায়, উপকূলীয় অঞ্চলের জনসাধারণের মধ্যে কোস্ট গার্ড এর প্রতি আস্থা ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে ৬(জুন) মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক জনসচেতনতামূলক সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছ।
মঙ্গলবার ৬ (জুন)সকাল ১০ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প বসিয়ে এলাকার অসহায় গরীব মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টঘাট দক্ষিন জোন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মেডিকেল ক্যাম্পেইনে দিনব্যাপী গাইনি বিশেষজ্ঞ ও সার্জন লে:কমান্ডার ইয়াসমিন আক্তার (এএস সি) ও ভোলা বেইজের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম (এএমস) উপকূলীয় অঞ্চলের মানুষদের স্বাস্থ্যসেবা প্রদান করবেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করবেন মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাইয়া ইউপির চেয়ারম্যান এস এম ফয়সাল আহমেদ মনির মোল্লা কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবিরুজ্জামান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত রুহুল আমিন প্রমুখ মেডিকেল ক্যাম্পিং শেষে উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি জন্য স্টাফ অফিসার (অপরেশান্স)বিএন কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌ যান ও নৌপথে যান মালে নিরাপত্তা, লঞ্চডুবি, পানিতে পড়া সহ স্থানীয় জেলে মাঝি ও পেশাজীবীদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনামূলক বক্তব্য প্রদান করেন।