সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

বৃদ্ধাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো সৎ ভাইয়েরা

সঞ্জিত চন্দ্র শীল (হোসেনপুর) কিশোরগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

ময়মনসিংহের নান্দাইলে মোসা. রেজিয়া নামের এক বৃদ্ধাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে সৎ ভাইয়েরা। এ ঘটনায় গত ৪ ই জুন রেজিয়া নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দেউল ডেংরা গ্রামের মৃত মিয়া বক্সের মেয়ে রেজিয়া খাতুনকে তার ছেলেরা দীর্ঘদিন ধরে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেস্টা করে আসছে। মিয়া বক্সের মৃত্যুর পর ১৯৯২ সালে নান্দাইল ভূমি অফিস হতে রেজিয়ার নামে এক একর সাড়ে সত্তর শতাংশ জমি খারিচ বাবদ রেকর্ড হয়। রেজিয়ার এসব জমি দখলের জন্য তার সৎ ভাই সবুজ,রতন,আফাজ,বাবুল,আবুল কাশেমরা তাকে ও তার সন্তানদের নানা রকম নির্যাতন করতে থাকেন। পরে এক পর্যায়ে রেজিয়াকে সৎ ভাইয়েরা মারপিট করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে, বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে সালিশ করা হলেও বিবাদীগণ জায়গা দখলের পয়তারা করতে থাকে। বৃদ্ধা রেজিয়া জানান, আমার পৈতৃক সম্পত্তি থেকে তারা আমাকে বঞ্চিত করেছে। বর্তমানে আমি আমার মেয়ে জামাই হাদিস মিয়ার বাড়িতে মানবতে জীবন যাপন করে থাকছি নিজের পৈতৃক ভিটা থাকা সত্যেও। আমি আমার পৈতৃক সম্পত্তির পুকুর ও বাবার ভিটা ফিরে পেতে এলাকায় গন্যমান্য বক্তিবর্গের কাছে ঘুরে ও সুবিচার পাচ্ছি না। তাই সুবিচারের আশাই আমার খারিজ করা সম্পদতি ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com