পাবনার ঈশ্বরদীতে জে এন্ড জে এ্যকোয়াল্যান্ড পার্কের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমুলক ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। রোববার (১১জুন) দুপুরে পাবনার ঈশ্বরদীর দাশুরিয়া ভবানীপুর জে এন্ড জে এ্যকোয়াল্যান্ড পার্ক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জে এন্ড জে এ্যকোয়াল্যান্ড পার্কের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রতন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকার কিছু বখাটে. মাদকসেবী, মাদকব্যবসায়ী ও চাঁদাবাজ আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে। ঐ টাকা না দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করে। এমনকি গ্রামের সহজ সরল লোকদেরকে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে মানববন্ধনসহ প্রতিবাদের আয়োজন করে। তিনি আরো জানান, মালিক পক্ষ সব সময় পার্কে থাকেনা। এই সুযোগে কতিপয় কর্মচারীর যোগসাজশে কিছু ভিডিও দৃশ্য ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েক ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করা হয়েছে। যা আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করেছে। এদিকে পার্কে আসা দর্শনার্থীদের কাছ থেকে ওই সব বখাটেরা ছিনতাই করেছে বলে অভিযোগ করেন। ঈশ^রদী থানায় বখাটেদের বিরুদ্ধে ছিনতাই মাদকসহ একাধিক মামলা রয়েছে। এদিকে একটি সুত্র নিশ্চিত করেন, জনৈক সাংবাদিক ওই রিসোর্টে রাত যাপনের জন্য অবস্থান করে। সে সেখানে অবস্থানকালে বাহিরাগত ২জন মেয়ে সাথে নিয়ে ওই সব ভিডিও ধারন করে। পরে মালিক পক্ষের কাছে মোটা অংকের টাকা দাবি করে। মালিক পক্ষ টাকা দিতে অস্বিকার করায় তার অন্য সহকর্মীদের দিয়ে কয়েকটি ইলেকট্রনিক্স মিডিয়ায় নিউজ প্রচার করে। ওই সাংবাদিকের বিরুদ্ধে ইতিপুর্বে দাশুরিয়া পল্লী বিদ্যুতের জিএমকে ব্লাক মেইলিং করার অভিযোগ রয়েছে। শুধু তাই না ওই সাংবাদিক ও তার ক্যামেরা ম্যান ব্লাকমেইলিং, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের বিভিন্ন অপকর্ম ইতিপুর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।