৯ জুন শুক্রবার দৈনিক খবরপত্র পত্রিকায় সংবাদ প্রচারের পর চট্টগ্রামের ফটিকছড়ির নারায়হাটে খেলার মাঠ তৈরির নামে টিলা কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নারায়নহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ ও স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) জহির উদ্দিন আজমের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন জসিম উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা। গত ১১ জুন পরিবেশ অধিপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক বরাবর অভিযোগটি আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ পরিচালক মো.ফেরদৌস আনোয়ার বলেন, টিলা কাটার ব্যাপারে অভিযোগটি পেয়েছি। তদন্ত করে পরবর্তীপদক্ষেপ গ্রহন নেয়া হবে। পরিবেশ অধিদপ্তরে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয় ফটিকছড়ির নারায়নহাটের মাইজকান্দি এলাকায় স্কেভেটর (খননযন্ত্র) দিয়ে টিলা কেটে নির্মান করা হচ্ছে খেলার মাঠ। এতে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বিলীনসহ নষ্ট হচ্ছে জীববৈচিত্র। টিলা কাটা পরিবেশ আইনে নিষিদ্ধ হলেও উপজেলার নারায়নহাট ইউনিয়নে খেলার মাঠ নির্মানের ক্ষেত্রে পরিবেশ আইনের প্রতি তোয়াক্কা করছেন না স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা। মানা হচ্ছেনা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনাও। সম্প্রতি চট্টগ্রাম জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়। উপজেলার বেশীরভাগ ইউনিয়নে সমতল খাস জমিতে খেলার মাঠের জায়গা নির্ধারন করা হলেও ব্যতিক্রম করা হয়েছে উপজেলার নারায়নহাট ইউনিয়নে। ইউনিয়নের চাঁনপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের আওতায় বিএস ৩৮৭ দাগের আন্দরে ২.৬৯ একর টিলাভুমি কেটে মাঠটি তৈরি করা হচ্ছে। যে টিলা কাটা হচ্ছে ভুমি অফিসের রেকর্ডে সেটি টিলা শ্রেনী উল্লেখ করা আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপর থেকে ২ ফুট মাটি কেটে সমান করার জন্য নির্দেশ দিলেও চেয়ারম্যান আবু জাফর মাহমুদ নীচ থেকে পুরো টিলাটি কেটে সাবাড় করে দিচ্ছে। এ ব্যাপারে অভিযোগকারী জসিম উদ্দিন বলেন, বিশালাকারের স্ক্যাভেটর দিয়ে প্রতিদিন কাটা হচ্ছে বিশাল আকৃতির টিলা। খেলার মাঠের জন্য নির্ধারন করা এ টিলা ভুমির পশ্চিম পার্শ্বে রয়েছে পুরনো কবরস্থান এবং পূর্বে কৃষি জমি। স্ক্যাভেটর দিয়ে টিলা কেটে মাটি গুলো কৃষি জমিতে ফেলে ভরাট করা হচ্ছে কৃষি জমিও। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি বলেন, যেখানে টিলাকেটে খেলার মাঠ তৈরি করা হচ্ছে সেখানে খেলোয়াড়দের যাওয়ার কোন সুনির্দিষ্ট রাস্তাও নেই। বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক টিলা কাটা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।