মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার সকালে ভর্তি হন তিনি। তাকে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বাবরের একান্ত সহকারী মির্জা হায়দার আলী জানান, চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন স্যারকে। সকালে উনার ইকো করা হয়েছে, অন্যান্য পরীক্ষাও চলছে।
সোমবার সকালে তাকে হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, সব মামলা থেকে খালাস পাওয়ায় দীর্ঘ ১৭ বছর পর গত ১৬ জানুয়ারি কারামুক্ত হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com