লিটন দাস ও থিসারা পেরেরার দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। শুরুটা খুব বেশি ভালো না হলেও লড়াই করেছে সিলেট স্ট্রাইকার্স। জাকের আলী, রনি তালুকদার, আরিফুল ইসলামরা দারুণ ব্যাটিং করেছেন। তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে জয় পেয়েছে ঢাকা।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকাকে ৬ রানে হারিয়েছে ঢাকা। আগে ব্যাটিং করে ১৯৬ রান করে তারা। ৪৮ বলে ৭০ রান করেন লিটন। এছাড়া থিসারা পেরেরার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৭ রান। রান তাড়ায় ১৯০ রানে থামে সিলেট। শেষ ওভারে ২৩ রান তাড়া করতে গিয়ে ১৭ রান করতে পারে তারা। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৬৮ রান করেন রনি তালুকদার। এই জয়ে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ঢাকা। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকা সিলেট আছে টেবিলের তলানিতে।